রাত ৯ টার পর প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে দেখলেই বিয়ে!
বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক রুখতে রাত ৯টার পর প্রেমিক প্রেমিকাকে
একসঙ্গে দেখলেই বিয়ে পড়িয়ে দেয়া হবে। ইন্দোনেশিয়ার একটি জেলায় সম্প্রতি এমন
আইন পাশ হয়েছে।
ইন্দোনেশিয়ার প্ররুয়াকারতা জেলার জেলা প্রশাসক এ আইন জারি করেছেন। খবর দেশটির বেসরকারি সংবাদ সংস্থা। আইনে বলা হয়েছে, ‘রাত ৯ টার পর যদি কোনো জুটিকে একসঙ্গে বাইরে দেখা যায় তবে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হবে।’
এছাড়াও নির্দেশে আরও বলা হয়, ‘রাত ৯টার পর কোনো অবিবাহিত তরুণ যদি কোনো বন্ধুর বাসায় গিয়ে ফিরে না আসে তবে দ্রুত তার বিয়ের ব্যবস্থা করা হবে।’
প্ররুয়াকারতার জেলা প্রশাসক দিয়াদি মালিদি এমন আইন পাশের আগে ২০০ ব্যক্তির একটি বৈঠকে এ বিষয়ে মতামত চান। সেখানে উপস্থিত সবাই বিনাপ্রশ্নে আইনটির বিষয়ে সম্মতি দেন। যে গ্রামে আইনটির বাস্তবায়ন হবে না সে গ্রাম থেকে সরকারি ভাতা বন্ধ করে দেয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
ইন্দোনেশিয়ার প্ররুয়াকারতা জেলার জেলা প্রশাসক এ আইন জারি করেছেন। খবর দেশটির বেসরকারি সংবাদ সংস্থা। আইনে বলা হয়েছে, ‘রাত ৯ টার পর যদি কোনো জুটিকে একসঙ্গে বাইরে দেখা যায় তবে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হবে।’
এছাড়াও নির্দেশে আরও বলা হয়, ‘রাত ৯টার পর কোনো অবিবাহিত তরুণ যদি কোনো বন্ধুর বাসায় গিয়ে ফিরে না আসে তবে দ্রুত তার বিয়ের ব্যবস্থা করা হবে।’
প্ররুয়াকারতার জেলা প্রশাসক দিয়াদি মালিদি এমন আইন পাশের আগে ২০০ ব্যক্তির একটি বৈঠকে এ বিষয়ে মতামত চান। সেখানে উপস্থিত সবাই বিনাপ্রশ্নে আইনটির বিষয়ে সম্মতি দেন। যে গ্রামে আইনটির বাস্তবায়ন হবে না সে গ্রাম থেকে সরকারি ভাতা বন্ধ করে দেয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
No comments:
Post a Comment