বিনোদন

১৩ বছর পর বলিউডে ফিরে নিজের অনুভূতি জানালেন ‘তেরে নাম’ খ্যাত নায়িকা ভূমিকা

Bhumika-Chawla-bloge post
বিনোদন ডেস্ক – বলিউড সুপারস্টার সালমান খান বেশিরভাগ সময়ই তার বিপরীতে নতুন মুখ পছন্দ করেন। তার হাত ধরে অনেক সুন্দরী বলিউডে যাত্রা শুরু করেন। অনেকে এরপর বি টাউনে নিজের এক স্থান করতে পারলেও অনেকে ছিটকে পড়েছেন। ১৩ বছর আগে সালমান তার ‘তেরে নাম’ সিনেমায় এক সুন্দরীকে নিয়েছিলেন। সালমান খানের বিপরীতে ওই ছবিতে বড়পর্দায় এ মিষ্টি নায়িকাকে দর্শকও বেশ পছন্দ করেছিলেন। তিনি হলেন ভূমিকা চাওলা। 
কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি? সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও দেখা যায়নি ভূমিকাকে।
২০০৭-এর পর আর বলিউড দেখেনি ভূমিকাকে। দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন এই নায়িকা। তবে ফের তিনি ফিরছেন বি-টাউনে। ছবির নাম ‘লভ ইউ আলিয়া’। আগামী মাসেই মুক্তি পেতে পারে ছবিটি। সানি লিওনও এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন।
এত দিন পর বলিউডে ফিরে নিজের অনুভূতি জানালেন ভূমিকা, ‘আমার চরিত্রটি খুব পাওয়ারফুল। আর যে ভাবে লেখা হয়েছে, তাতে আমি খুব খুশি। আমার কেরিয়ারে এর আগে এমন চরিত্রের অফার পাইনি। এতে সোশ্যাল মেসেজও রয়েছে। আমার মনে হয়, দর্শকরাও এই ছবি খুব পছন্দ করবেন।’
- See more at: http://www.somoyerkonthosor.com/archives/398661#sthash.Z4zf69Nw.dpuf

No comments:

Post a Comment